নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর ঊর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সরকারি কর্মচারীদের বিক্ষোভ। তাদের অভিযোগ, ২০১০ সালে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের তরফ থেকে লটারির মাধ্যমে জমি দেওয়া হবে বলা হয়েছিল। সেইজন্য কুড়ি হাজার টাকা করে সরকারি কর্মচারীদের কাছ থেকে জমাও নেওয়া হয়েছিল। তারপর থেকে টালবাহানা শুরু করে এডিডিএ। তাঁরা বলে ডিএসপি জমি না দেওয়ায় তাদের হাতে দিতে পারছেন না। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও জমি না মেলায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে ফের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভে উর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বিক্ষোভকারীদের অভিযোগ," ২০১০সালে লটারি হয়েছিল। এডিডিএ আর ডিএসপির টালবাহানায় আমাদের জমি দেওয়া হয়নি। আমাদের প্রায় ১হাজার পরিবার রয়েছে। জমি না পেয়ে প্রথমে দুর্গাপুর আদালতে গেছিলেন, তারপর বর্ধমান আদালতে তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম। এরা কারোর কথা শুনছে না টালবাহানা করছে অথচ ভেতরে ভেতরে জমি বেরিয়ে যাচ্ছে। আমরা মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিষয়টা জানিয়েছিলাম। মন্ত্রী মশাই বলেছেন ব্যাপারটা যদি নিয়ম মত হয় তাহলে জমি নিশ্চয়ই পাবেন। আমরা ন্যায্য দাবি করছি। জমির দাবীতে সেজন্য আমরা আবার বিক্ষোভে নামলাম। সারাদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাব। " এ বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন," এটা বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমরাও সহানুভূতিশীল আমরাও দেখব। ''