গুপ্তচরের খোলস ছিঁড়ল! দিল্লিতে পাক কূটনীতিক বহিষ্কৃত, তদন্তে চমক
বৌদ্ধ পরিবারের সন্তান এবার দেশের সর্বোচ্চ ন্যায়পদে— দেশের ৫২তম প্রধান বিচারপতি কে হলেন? জানুন
ট্রাম্প প্রশাসনের বড় বাজি সুপ্রিম কোর্টে—শেষ হবে কি ‘ন্যাশনওয়াইড ইনজাংশন’?
কুম্ভে আর্থিক লাভ, মীনে নতুন ঠিকানার স্বপ্ন—দেখে নিন আজকের রাশিফল
প্রেম, দায়িত্ব নাকি চিন্তার জাল— আজ ধনু-মকর রাশির জীবনে কী ঘটতে চলেছে? জানুন
গরমের ছোঁয়া, তবে আরামদায়ক সকাল! জানুন আজকের আবহাওয়ার আপডেট
BREAKING: প্রয়াত উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি জোসে মুজিকা !
BREAKING: ট্রাফিক কর্মীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ নিল ভুবনেশ্বর পুলিশ !
আর্থিক ও আইনি ক্ষেত্রে সমস্যায় থাকবেন এই দুই রাশির জাতকরা ! দেখুন রাশিফল

দুর্গাপুর ঊর্বশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মচারীদের বিক্ষোভ

সরকারি কর্মচারীদের বিক্ষোভ।

author-image
Adrita
New Update
এক্স

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর ঊর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সরকারি কর্মচারীদের বিক্ষোভ। তাদের অভিযোগ, ২০১০ সালে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের তরফ থেকে লটারির মাধ্যমে জমি দেওয়া হবে বলা হয়েছিল। সেইজন্য কুড়ি হাজার টাকা করে সরকারি কর্মচারীদের কাছ থেকে জমাও নেওয়া হয়েছিল। তারপর থেকে টালবাহানা শুরু করে এডিডিএ। তাঁরা বলে ডিএসপি জমি না দেওয়ায় তাদের হাতে দিতে পারছেন না। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও জমি না মেলায় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে ফের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভে উর্বশী (সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বিক্ষোভকারীদের অভিযোগ," ২০১০সালে লটারি হয়েছিল। এডিডিএ আর ডিএসপির টালবাহানায় আমাদের জমি দেওয়া হয়নি। আমাদের প্রায় ১হাজার পরিবার রয়েছে। জমি না পেয়ে প্রথমে দুর্গাপুর আদালতে গেছিলেন, তারপর বর্ধমান আদালতে তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম। এরা কারোর কথা শুনছে না টালবাহানা করছে অথচ ভেতরে ভেতরে জমি বেরিয়ে যাচ্ছে। আমরা মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিষয়টা জানিয়েছিলাম। মন্ত্রী মশাই বলেছেন ব্যাপারটা যদি নিয়ম মত হয় তাহলে জমি নিশ্চয়ই পাবেন। আমরা ন্যায্য দাবি করছি। জমির দাবীতে সেজন্য আমরা আবার বিক্ষোভে নামলাম। সারাদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাব। " এ বিষয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন," এটা বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমরাও সহানুভূতিশীল আমরাও দেখব। ''