হরি ঘোষ, দুর্গাপুর : আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পুলিশ দুর্গাপুর মহাত্মা গান্ধী রোডে গাড়ির গতিবেগ স্পিড লেজার গান দিয়ে মনিটরিং করেন সোমবার। গুরুত্বপূর্ণ ওই রোডে দুর্ঘটনা এড়াতে এদিন বিশেষ উদ্যোগ নেয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ওই রোডের পাশে উইমেন্স কলেজের সামনে স্পিড লেজার গান দিয়ে মনিটরিং চলতে থাকে পুলিশের।
দ্রুত গতিতে বাইক ও চার চাকার চালকদের গাড়ির গতি ওই মেশিন দ্বারা পরীক্ষা করা হয়। ওই রোডে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। যারা ওই গতিবেগ অমান্য করছেন তাদের পুলিশের পক্ষ থেকে সতর্কতার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।