নিজস্ব সংবাদদাতা: ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের জয়জয়কার ঘিরে রাজ্যজুড়ে উল্লাস। দুর্গাপুরের তৃণমূলের জেলা কার্যালয়েও ধরা পড়লো সেই উল্লাসের চিত্র। সবুজ মিষ্টি আর সবুজ আবির খেলে বিজয় উল্লাস পালন করলো তৃণমূল সমর্থকেরা।
/anm-bengali/media/media_files/2024/11/23/FJdKXCn3ajchCE6wkMRE.jpeg)
তৃণমূল নেত্রী মুনমুন সরকার এদিন এই প্রসঙ্গে বলেন, “বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই বাংলার মানুষ ভরসা রাখেন। বিরোধীরা যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক বাংলায় কোনদিন তারা আসতে পারবে না। ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্যও আমরা প্রস্তুত”।
/anm-bengali/media/media_files/2024/11/23/odhUP1InooLRJacux8PE.jpeg)