নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর থানার পলাশডিহা এলাকায় চলছিল বেআইনি অস্ত্র কেনা-বেচা।গত নভেম্বর মাসের ৩০ তারিখ ফরিদপুরের পঙ্কজ শর্মার সঙ্গে বিহারের দিলখুশ পাণ্ডের আগ্নেয়াস্ত্র কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি চলে। তখনই গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ হানা দেয়।বিহারের দিলখুশ পাণ্ডে নামের যুবককে পাকড়াও করলেও আগ্নেয়াস্ত্র নিয়ে চম্পট দেয় ফরিদপুরের পঙ্কজ শর্মার। পুলিশি তল্লাশিতে শুক্রবার রাতে ফরিদপুর থেকে আগ্নেয়াস্ত্র ৩ রাউন্ড কার্তুজ সহ পঙ্কজ শর্মাকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পাপ্পু খান নামের আরও এক ব্যক্তির নাম জানতে পারে পুলিশ। ওই ব্যক্তিকেও দুর্গাপুরের মায়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের পাঠানো হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলখুশ পাণ্ডে নামের বিহারের যুবক দুর্গাপুরের ফরিদপুরের একটি ভাড়াবাড়িতে থাকত। দুর্গাপুরের ফরিদপুরের পঙ্কজ শর্মা নামের যুবকের সঙ্গে বিহারের ওই যুবক আগ্নেয়াস্ত্র কেনাবেচা করত। আর ওই দুই যুবকের সাথেই মায়াবাজারে থাকত পাপ্পু খান। এই আগ্নেয়াস্ত্রের কারবার কতদূর ছড়িয়েছে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।