নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে খাস জমি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের পরানগঞ্জ এলাকায়, যেখানে প্রোমোটাররা সরকারি খাস জমির উপর কাজ শুরু করলে এলাকাবাসীরা প্রতিবাদ জানায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা এবং পরবর্তীতে হাতাহাতি হয়, যার ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রোমোটাররা খাস জমি দখল করে উন্নয়ন কাজের নামে রিসোর্ট নির্মাণ করতে চাইছে, তবে তৃণমূলের কিছু নেতার মদতে জমি কিনে তা রেজিস্ট্রি করা হচ্ছে। অপরদিকে, উত্তম গোপ নামে এক প্রোমোটারের দাবি, জমিটি খাস নয়, এবং এলাকার উন্নয়ন হওয়া উচিত।
বিজেপি এই ঘটনার তীব্র সমালোচনা করেছে, এবং তাদের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সরকারি জমি দখলের বিষয়টি তুলে ধরেছেন। তৃণমূলের পক্ষ থেকে সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন যে, এ ধরনের ঘটনার সাথে তৃণমূলের কোনও সম্পর্ক নেই এবং যদি সরকারি জমি দখল হয়ে থাকে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।