লোভনীয় খাবার! অফার শেষ হওয়ার আগেই পৌঁছে যান

নববর্ষের আগের দিন, নববর্ষের দিন এবং তার পরের দিন থাকবে এই আকর্ষণীয় অফার। রয়েছে একটু আড্ডা, একটু মজা, তার সাথে পেট পুড়ে খাওয়া-দাওয়া।

author-image
Pallabi Sanyal
New Update
NABOBARSHA FOOD

NABOBARSHA FOOD

হরি ঘোষ, দুর্গাপুর : বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। আর বাঙালিদের বড় উৎসব  শুরু হয় নববর্ষ দিয়ে। ১৪৩০-এর নববর্ষ স্বাদে-আনন্দে ভরপুর হয়ে উঠবে দুর্গাপুরের সিটিসেন্টারের বেসরকারি হোটেল। ৩ দিনে অল্প ব্যয়ে পাবেন আকর্ষণীয় খাবার। সেই নিয়ে করা হল সাংবাদিক বৈঠক। নববর্ষের আগের দিন, নববর্ষের দিন এবং তার পরের দিন থাকবে এই আকর্ষণীয় অফার। রয়েছে একটু আড্ডা, একটু মজা, তার সাথে পেট পুড়ে খাওয়া-দাওয়া। বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে তুলে ধরা হয় সেই আকর্ষণীয় অফার।