নিজস্ব সংবাদদাতা: মহিলার হাতের ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীর দল। বাইকে করে ঝড়ের গতিতে এসে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ মহিলার। দুষ্কৃতীদের অপকর্মে বাধা দিতে গেলে রাস্তায় পড়ে গিয়ে জখম মহিলা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সিটি সেন্টারে সরোজিনী নাইডু রোডে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। দিন দুয়েক আগে সন্ধে বেলায় সামনের বাজারে বাজার করতে গিয়েছিলেন সুস্মিতা মুখার্জী নামে সরোজিনী নাইডু রোডের এক আবাসিক। আচমকা দুই বাইক আরোহী ঝড়ের গতিতে বাইক চালিয়ে তার হাতে থাকা ব্যাগ নিয়ে পালায়, যে ব্যাগের মধ্যে দামি মোবাইল, কিছু টাকা পয়সা ছিল। দুষ্কৃতী দের অপকর্মে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয়, রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন ঐ মহিলা।
পরিবারের অভিযোগ, এরপর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলেও ছিনতাই নয়, চুরির অভিযোগ জমা দেওয়ার কথা বলে। এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ, শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের মধ্যেই রয়েছে চতুরঙ্গ মাঠ, যে মাঠে সন্ধে হলেই বহিরাগত বাইক বাহিনীর ভিড় বাড়ে, বিকট বাইকের সাইলেন্সরের শব্দে এলাকা দাপিয়ে বেড়ায় এই বাইক বাহিনী, আর এরাই এলাকায় অপরাধ সংগঠিত করে পালিয়ে যাচ্ছে। পুলিশের টহলদারি না থাকায় এরা আরো অতি উৎসাহী হয়ে উঠেছে।
বাইকের সাইলেন্সরের বিকট শব্দে অসুস্থ আবাসিকরা আরো অসুস্থ হয়ে পড়ছে। টেকা দায় হয়ে দাঁড়িয়েছে সিটি সেন্টার এলাকার বাসিন্দাদের একাংশের। দুর্গাপুর নগর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে সরোজিনী নাইডু রোড সহ আশপাশ এলাকা। যে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার অনিন্দিতা মুখোপাধ্যায় গত দুর্গাপুর নগর নিগমের মেয়র ও ডেপুটি মেয়রের পদ সামলিয়েছেন। বর্তমানে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ যদি দুর্গাপুরের হাইপ্রোফাইল ব্যক্তিত্বের ওয়ার্ডের আইন শৃঙ্খলার এমন বেহাল অবস্থা হয় তাহলে বাকি ওয়ার্ড কি অবস্থায় রয়েছে সেটা বোঝাই যাচ্ছে।
যদিও পুলিশকে আরো তৎপর হওয়ার জন্য বলেছেন দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। কিন্তু কবে বন্ধ হবে এই বহিরাগত বাইক বাহিনীর দাপট? চতুরঙ্গ ময়দান থেকে মেরে কেটে এক কিলোমিটার হবে সিটি সেন্টার ফাঁড়ির দূরত্ব। যদি অচেনা মুখের ভিড় বাড়ে শহরের প্রাণ কেন্দ্রে তাহলে বিষয়টা খুব চিন্তার বিষয় বলে বিরোধীদের অভিযোগ।