নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খন্ডে এবং বঙ্গে ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে দামোদর নদে। জলের চাপ কমাতে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। সেই জল জমা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে।
জলের চাপ কমাতে শুক্রবার থেকেই দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে ৭০হাজার কিউসেক হারে ছাড়া হচ্ছে জল।
সেচ দপ্তর সূত্রে খবর, দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে শুরু হয়েছে মাইকিং। দামোদরের জলে নামতে নিষেধ করা হচ্ছে। তবে এখনো প্লাবনের সেরকম আশঙ্কা নেই।