ক্রমশ জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বাড়ছে বন্যা পরিস্থিতির ভয়

জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ।

author-image
Aniket
New Update
c

নিজস্ব প্রতিনিধি: জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারাজ। মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ ৩৭ হাজার কিউসেক। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং সোমবার দুপুরের পর থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই জল বেড়েছে অজয় দামদরে। ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার, পাঞ্চেত এবং মাইথন থেকে দফায় দফায় ছাড়া হয়েছে জল। দুর্গাপুর ব্যারাজে জলের চাপ বাড়তেই দুর্গাপুর ব্যারাজ থেকে বড়ানো হয়েছে জল ছাড়ার পরিমাণ। মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত এক লক্ষ ৩৭ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।

c

ইতিমধ্যেই দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতা করা শুরু করেছে রাজ্য প্রশাসন। জারি করা হয়েছে লাল সর্তকতা। সেচ দপ্তর সূত্রে খবর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় শুরু হয়েছে মাইকিং। দামোদর তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে যাওয়ার কথাও বলা হচ্ছে। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন,"জল ছাড়ার পরিমাণ আরো কিছুটা বাড়বে। রাত পর্যন্ত দু লক্ষ সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়ার পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।"