রাজস্থানের জয়পুরের হাওয়া মহল এবার ঘরের সামনেই! কোথায় পুজোর থিম এটাই?

এই পুজোয় বিশেষ চমক। 

author-image
Anusmita Bhattacharya
New Update
coverasha

হরি ঘোষ, দুর্গাপুর : রাজস্থানের জয়পুরের হাওয়া মহল এবার ঘরের সামনেই। শহরের অন্যতম সেরা পুজো অগ্রনী সাংষ্কৃতিক পরিষদের এবারের থিম জয়পুরের হাওয়া মহল। রবিবার অগ্রনীর খুঁটিপুজো হয়ে গেল সাড়ম্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন দুর্গাপুর নগরনিগমের একাধিক পুরপিতা ও পুরমাতা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ২০২৪ এর অগ্রনীর শারোদৎসব পালিত হবে বেনাচিতি হাইস্কুল প্রাঙ্গনে। উদ্যোক্তাদের পক্ষে সোনা চ্যাটার্জি জানান যে এবছর যে জন সমাগম তাঁরা আশা করছেন, তাতে ছোট গলিতে ভিড় নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে বলে মাঠে মন্ডপ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৭ বছরে পদার্পণ করা এই পুজোর এবারের বাজেট প্রায় ২৬ লক্ষ টাকা। 

শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত না থাকলেও এদিন খুঁটিপুজোর পর উদ্যোক্তাসহ শহরবাসীকে শুভেচ্ছা জানান পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে আবারও ধুমধামের সঙ্গেই পালিত হবে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত শারোদৎসব ও এবারেও হবে জমজমাট কার্নিভ্যাল।

Adddd