নিজস্ব সংবাদদাতা: দুর্গা মূর্তি ভেঙে দেওয়া বাংলাদেশের পটভূমিতে নতুন কিছু নয়। আকছাড় এই ছবি প্রকাশ্যে আসে। তবে বাংলার বুকে এ ঘটনা ভাবায় যায় না। কিন্তু এবার তেমনটাই ঘটলো বাংলার বুকে। ছবি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ও কিছু ছবি প্রকাশ্যে এনেছেন শুভেন্দু।
এদিন তিনি বলেন, “মনে হচ্ছে দেব-দেবীর মূর্তি ভাংচুরের বাংলাদেশী সংস্কৃতি প্রতিবেশী পশ্চিমবঙ্গে সংক্রামকভাবে প্রবেশ করেছে!
গতকাল সন্দেশখালীর ‘মাঝের সার্বেরিয়া নতুন মিলন সংঘ’ ক্লাবের সদস্যরা বিস্মিত হয়ে জানতে পারেন যে দুর্গা প্রতিমা ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গ্রামের মন্দিরের পাশে। পুলিশি অভিযোগ যথাযথভাবে দাখিল করা হয়েছে। তবে সম্ভবত এটি একটি লোক দেখানো অভিযোগ দায়ের। কারণ স্থানীয় পুলিশ সম্ভবত সন্দেহভাজনদের গ্রেপ্তার করবে না কারণ তারা টিএমসির ভোটব্যাঙ্ক গঠন করে এবং সরাসরি শাসক দলের দ্বারা আশ্রয়প্রাপ্ত।
কয়েকজন গ্রামবাসী বলছেন, এর আগে মুনছুর মোল্লা ও ফজের আলী মোল্লা গ্রামের মন্দির ভাঙচুরের হুমকি দিয়েছিলেন। তারা টিএমসি উপপ্রধান যাদব মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী।
আমি ডিজিপিকে অনুরোধ করব অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে কারণ ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের।
It seems the Bangladeshi Culture of vandalising Idols of Gods & Goddesses has contagiously penetrated into neighboring West Bengal !
Yesterday, the Members of the 'Majher Sarberia New Milon Sangha' Club, of Sandeshkhali, to their astonishment found out that the Durga Idol which… pic.twitter.com/3596kTpLhu