নিজস্ব সংবাদদাতা: ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক থেকে জন প্রতিনিধিরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিবেকানন্দ মোড়ের দুর্বার পল্লী এলাকায় আজ ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ ঘাটালে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই ভাই ফোঁটায়।
এদিন ভাই ও বোনেদের সাথে কিছুক্ষণ কথা বার্তা হয় তারপরে সমস্ত রীতিনীতি মেনে ওরা মনে মনে উচ্চারণ করলেন 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যমের দুয়ারে পড়ল কাঁটা’। তার পর ধান-দূর্বা মাথায় ছিটিয়ে ভাইদের দীর্ঘ আয়ু কামনা করেন। যাতে বছর বছর ভাইদের কপালে ফোঁটা দিতে পারে দিদিরা, ভাইয়েরা যেন চিরসুখী হয়।
ভাই ফোঁটার দিন প্রশাসনের আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের ফোঁটা দিয়ে এমনই কামনা করলেন সমাজ থেকে আলাদা জীবন যাপন করা পেটের দায়ে ভিন্ন পেশায় যুক্ত ঘাটালের দুর্বারপল্লীর যৌনকর্মীরা। আর ভাইয়েরাও ফোঁটা নিয়ে দিদি-বোনেদের অন্তর থেকে আশীর্বাদ করলেন।
এদিন পুরো কর্মসূচি ঘাটালের মহকুমা প্রশাসন ও রেডক্রস সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়। পরে ভাইয়েরা দিদিদের হাতে তুলে দেন উপহার। দিদিরা এদিন জানান, “না-পাওয়ার প্রচুর যন্ত্রণা আছে, প্রতিনিয়ত কষ্টে দিন কাটে, কিন্তু শত কষ্টকে চাপা রেখে আজ আনন্দ পেলাম। এ আনন্দ ভুলবার নয়, আমরা চাই প্রতি বছর আসুক এই দিনটি”।