নিজস্ব সংবাদদাতা: বরানগর ডানলপে আইনজীবীর আবাসন আগুন দিয়ে পুরিয়ে দিল দুষ্কৃতীরা। সেই আগুনে অগ্নিদগ্ধ ১। অগ্নিদগ্ধের পর পালাচ্ছে দুস্কৃতি। তদন্তে বরানগর থানার পুলিশ।
বরানগর ডানলপ এলাকায় এক আবাসনে পরিবারকে নিয়ে থাকেন আইনজীবী বিক্রম সিং। পারিবারিক কারণের জন্য পরিবার নিয়ে যান পাঞ্জাবে। আর আবাসনে না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাইকে চেপে আসে। তারপর সিড়ি দিয়ে উঠে আবাসন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
পাশাপাশি, আগুন জ্বালানোর সময় সেই আগুনে অগ্নিদগ্ধ হয় মূল অভিযুক্ত খাজান সিং। তারপর সে আবাসনের ট্যাঙ্কের জলে শরীর ভিজিয়ে সেই অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে। আর সেই সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে।
অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনার মামলা লড়ছেন আইনজীবী বিক্রম সিং। আর সেই মামলা সংক্রান্ত বিষয়ে জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। অগ্নিকাণ্ডে আহত অভিযুক্ত খাজান সিং আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বরানগর থানায়। ঘটনার তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ।