নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের চাঙ্গুয়াল এলাকায় ব্যাঙ্গালুরু থেকে ট্রেনের চাকা লোড করে টিটাগড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে গাড়ির চালক লক্ষ্য করেন যে স্টিয়ারিংয়ের নিচ থেকে শট সার্কিট হচ্ছে।
তৎক্ষণাৎ চালক গাড়িটিকে চাঙ্গুয়াল সড়কের এক পাশে দাঁড় করিয়ে বাইরে এসে বনেট খুলে দেখার পরে কেবিনে গিয়ে বসতেই গাড়িতে আগুন লেগে যায়। চালক ও গাড়ির খালাসী গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, স্থানীয় লোকেরা দেখতে পেয়ে দমকলে বিভাগে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি চালক ভূপেন্দ্র প্রসাদ জানিয়েছেন, শট সার্কিটের জন্য গাড়িতে আগুন লেগে গাড়িটি ভস্মীভূত হয়ে গেছে।