বিদ্যুৎহীন! হাঁসফাঁস অবস্থায় জল সঙ্কট

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের তিন নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায় সামখরী, সাটি তেতুল,বেটাগ্রাম এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।এলাকায় বাড়ছে ক্ষোভ।

author-image
Pallabi Sanyal
New Update
electric

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। প্রচন্ড গরমের মাঝে হাঁসফাঁস অবস্থা। এলাকায় বাড়ছে ক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের তিন নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায় সামখরী, সাটি তেতুল,বেটাগ্রাম এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় মানুষের অভিযোগ, বৃহস্পতিবার বিকালে ঝড়ের তান্ডব  ভেঙেছে বিদ্যুতের খুঁটি,  পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন, দেখা দিয়েছে চরম পানীয় জলের সঙ্কট, প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ, একটি মাত্র টিউবেল থেকে লাইন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানীয় জল, এলাকার সজল ধারা প্রকল্পের পাইপলাইন থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন  থাকার কারণে পানীয় জলের সঙ্কটে পড়েছে এলাকাবাসী।এবিষয়ে চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, ''গত বৃহস্পতিবারের ঝড়ে ইলেকট্রিক দপ্তরের বহু খুঁটি ভেঙে গিয়েছে,যার জেরে এই সমস্যা হচ্ছে।কাজ চলছে আজকের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।''