দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর, ডেবরাঃ ডেবরায় টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর ভেতরে অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় ততপর প্রশাসন। বিডিও নিজে দাঁড়িয়ে থেকে বাঁশের সাঁকো তৈরীর কাজ করাচ্ছেন।
১ ঘন্টার মধ্যেই মানুষজন ফের এই বাঁধ দিয়ে যাতায়াত করতে পারবে বলে আশাবাদী তিনি। এলাকা পরিদর্শন করেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া ও ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন বেরা। তারা জানিয়েছেন যে দ্রুততার সঙ্গে কাজ চলছে।
এক্ষেত্রে উল্লেখ্য যে, দুদিন আগে কাঁসাই নদীতে হঠাৎ করেই জল বাড়ায়, নদীর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে যায়। দুদিনের মাথায় ফের অস্থায়ী সাঁকো তৈরীর কাজ শুরু হলো।