নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জলে জল থইথই পৌর ঢালাই রাস্তা, সমস্যায় পৌর বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল, যার কারণে বৃষ্টি হলেই জলে ডুবে যায় ঢালাই রাস্তা, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হয় পৌর বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের, একাধিকবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানিয়েও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। এখন দেখার কী ব্যবস্থা নেই পৌর প্রশাসন সেদিকে তাকিয়ে রয়েছে পৌর বাসিন্দারা।