নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দুপুরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে। সেই বজ্রাঘাতে মৃত্যু হয় পারা থানা এলাকার শাকড়া গ্রামের দুই তরুণের। অন্যদিকে রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের এক প্রৌঢ়েরও মৃত্যু হয় বাজ পড়ে। আদ্রার এক মহিলা বাজের আঘাতে আহত হন। আদ্রা থানার পাঁচুডাঙার চুড়িমহল্লার বাসিন্দা নুসরত খাতুন বাড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন। সেই সময় তিনি বজ্রাঘাতে আহত হন।
জানা গিয়েছে, শাকড়ার দুই যুবক সোমনাথ বৈষ্ণব (২৩) ও অঞ্জন দাস (২১) রবিবার অর্থাৎ আজ দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্নান সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। হঠাৎ ভারী বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বিপদ থেকে বাঁচতে এলাকার একটি তেঁতুল গাছের নীচে আশ্রয় নেন দুই যুবক। এরপরই বাজ পড়ে আহত হন দুই যুবক। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাদের। তবে শেষ রক্ষা করা যায়নি। অন্যদিকে রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ বাউরি (৫৬) এদিন মাঠে কাজ করতে গিয়েছিলেন। ক্ষেতের কাজ করার সময় বাজ পড়ে। প্রৌঢ়কে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।