নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং সারদাময়ী হাইস্কুলে সবং ব্লক ও সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুয়ারে ডাক্তার কর্মসূচি অনুষ্ঠিত হলো।পাশাপাশি একই দিনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হল সার্টিফিকেট।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, সবংয়ের বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবং বিএমওএইচ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স,প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অন্যান্যরা।এদিনের এই ক্যাম্পে ২৬৯ জন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং ১২৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সার্টিফিকেট প্রদান করা হয়।