নিজস্ব সংবাদদাতা: লিচুবাগানের মধ্যে রমরমিয়ে চলছে মাদক তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে, অতর্কিতে হানা দেয় স্থানীয় থানার পুলিশ। তবে ঘটনায় কাউকেই ধরা যায়নি। পুলিশের দাবি, তাঁদের উপস্থিতি টের পেয়ে হাওয়ায় মিলিয়ে যায় দুষ্কৃতীর দল। ঘটনাস্থল থেকে পাঁচ কোটি টাকার বেশি মাদক উদ্ধার করে মাদক উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করেছে মাদক সামগ্রীও। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বালুগ্রাম থোকটুলি গ্রামে। পলাতক মাদক কারবারীদের সন্ধানে চলছে পুলিশি তল্লাশি।
/anm-bengali/media/media_files/NFHwR226yEAUkU9VPT0W.jpg)