নিজস্ব সংবাদদাতা : কোচবিহারের শীতলকুচিতে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে রমরমিয়ে চলছিল মাদক তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের অভিযানে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন মালদার, একজন শিলিগুড়ির আর একজন জয়গাঁর (আলিপুরদুয়ার) বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে তৈরি হচ্ছিল 'ব্রাউন সুগার'। তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর কেমিক্যাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
/anm-bengali/media/post_banners/gAC3oES5dhkAO91PtGoW.jpg)
ঘটনার পর থেকেই পলাতক পঞ্চায়েত সদস্য জেসমিন বিবি ও তাঁর স্বামী। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা অবাক যে একজন নির্বাচিত প্রতিনিধির বাড়ি থেকেই এমন কাজ চলছিল! পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।