ভিনরাজ্য থেকে শহরে ঢুকছে মাদক! গোপনসূত্রে খবর পেয়ে উদ্ধার ব্রাউনসুগার

দুই অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করে।

author-image
Adrita
New Update
হ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভিন রাজ্য থেকে আসা ব্রাউন সুগার উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ। কয়েকদিন যাবতই দুর্গাপুর শহরে পাচার করা হচ্ছে মাদক। সেই খবর পুলিশের কাছে আসতে তৎপরতায় শুরু করে কোক ওভেন থানার পুলিশ। 

গোপন সূত্রে খবর পেয়ে ডিভিসি মোড়ের কাছে একটি লাল রঙের চারচাকা গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তির থেকে প্রায় ৪০ গ্রামের মতো ব্রাউন সুগার উদ্ধার হয়। কোক ওভেন থানার পুলিশ দুই অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করেছে। 

অভিযুক্ত মোঃ শাকিল আহমেদ (৫৪) আসানসোল সাউথ থানার অন্তর্গত ইসলামপুর মাস্টারপাড়ার বাসিন্দা ও কৃষ্ণেন্দু দাস ওরফে বাবলু (৩৯) হিরাপুর থানার অন্তর্গত বানপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ আসানসোল আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। পুলিশ নিজেদের হেফাজতের নিয়ে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত কিনা এবং কোথায় কোথায় এই মাদক সাপ্লাই হতো তার তদন্ত করতে চাই। 

স

স্ব

স