নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : সরকারি হাসপাতালের অদূরে ড্রাগের ব্যবসার রমরমা! প্রতিবাদ করতে গেলেই জুটছে প্রহার। মেরে মাথা মাটিয়ে দেওয়া হল এক প্রতিবাদকারী যুবকের। পূর্ব মেদিনীপুরের ঘটনা। অভিযোগ, দিনে দুপুরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে চলছে মাদকের ব্যবসা। নেশাগ্রস্তরা যখন তখন স্থানীদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ। কখনও আশেপাশের বাড়িতে নেশার ঘোরে ছোড়া হয় ঢিল, তো কখন আবার দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি। আর মাদক জোগান দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক দম্পতির বিরুদ্ধে। তারা হল শেখ সানোয়ার ও তার স্ত্রী। এলাকায় যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে মাদক থাকা প্লাস্টিক। পাঁশকুড়ার মেচোগ্রামের পূর্ব পীতপুর এলাকায় ড্রাগের ব্যবসা থেকে পাচার,নেশা, সবটাই চলে রমরমিয়ে।পথচলতি মহিলাদের উত্তপ্ত করার অভিযোগ। এক কথায় নেশাগ্রস্তদের তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসীরা। স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছে প্রশাসন? পাঁশকুড়া থানায় এর আগে অভিযোগ দায়ের করা হলে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে তাতে লাভ হয়নি। কয়েকদিন পরে জেল থেকে বেরিয়ে আবার তারা পূর্বস্থায় ফিরে গিয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি দ্রুততার সহিত ড্রাগের ব্যবসা বন্ধ করতে হবে।