‘ভোটারদের তাড়িয়ে দিচ্ছে’, গুরুতর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

মাদারিহাটে ১১৪ বুথে বিজেপি ভোটারদের তাড়ানোর অভিযোগ উঠেছে, রায়পাড়ায় বিজেপি প্রার্থী রাহুল লোহার হুমকির কথা জানিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : মাদারিহাটের ১১৪ বুথ, শিশুবাড়ি এলাকায় বিজেপি ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, বুথের বাইরে তৃণমূল সমর্থকরা বিজেপি ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। বিজেপি কর্মীদের দাবি, এই ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।

Vote

এদিকে, রায়পাড়া বিএফপি স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে বিজেপি প্রার্থী রাহুল লোহার বলেন, "ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, তারা ভয় পেয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে যাচ্ছে। আমি ইতিমধ্যেই QRT (Quick Reaction Team) পাঠানোর অনুরোধ করেছি।" তিনি আরও বলেন, "এমন পরিস্থিতিতে ভোটগ্রহণ সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।"

publive-image

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, "বিজেপি প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কিছু ঘটেনি। এসব শুধু নির্বাচনী প্রচারে অশান্তি সৃষ্টি করতে আনা হয়েছে।" তৃণমূল নেতারা দাবি করেন, ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে এবং তারা এই ধরনের অভিযোগকে রাজনৈতিক মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন।

Vote

এদিকে, মাদারিহাট ও রায়পাড়ায় উত্তেজনা বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হলেও, প্রশাসন জানিয়েছে, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে।