মিটলো পানীয় জলের সমস্যা!

খোট্টাডিহী মোড়ে দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের। সোমবার সেই পানীয় জলের ট্যাঙ্কির শিলান্যাস করলেন জামুরিয়ার ব্লক টু এর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা।

author-image
Pallabi Sanyal
New Update
w

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: খোট্টাডিহী মোড়ে দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের। সোমবার সেই পানীয় জলের ট্যাঙ্কির শিলান্যাস  করলেন জামুরিয়ার ব্লক টু এর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। খোট্টাডিহী মোড়ে দীর্ঘদিন ধরে ছিল না কোনও পানীয় জলের ব্যাবস্থা, তাতে সমস্যায় পড়তে হত নিত্যযাত্রী সহ সেই এলাকার টোটো চালকদেরও। এইরকম সমস্যার কথা পৌছায় এলাকার বিশিষ্ট সমাজসেবীদের কাছে। তারপরে জামুরিয়া ব্লক টু এর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা ও বিশিষ্ট সমাজসেবী অসিত মণ্ডল, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এই পানীয় জলের সমস্যার কথা জানান। তারপরে বিধায়ক ও জেলা সভাপতি সোনাপুর বাজারি ইসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।  খোট্টাডিহী মোড়ে  পানীয় জলের ট্যাঙ্কি বসানোর কাজ শুরু হয় আজ থেকে। এই পানীয় জলের ট্যাঙ্কির শিলান্যাসে উপকৃত হবেন নিত্য যাত্রী সহ টোটো চালকরা। এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের প্রায় ৩০ টি টোটো রয়েছে। এক টোটো চালক জানান, ''আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের ।আজ  পানীয় জলের  ট্যাঙ্কির শিলান্যাসে সমস্যা কিছুটা হলেও দূর হবে। এবং আমাদের এখানে পানীয় জলের সমস্যা দূর করার জন্য আমরা জামুড়িয়া টু এর বিধায়ক সিদ্ধান্ত রানা ও অসিত মন্ডল কে জানান অসংখ্য ধন্যবাদ।''