নিজস্ব সংবাদদাতা: জোড়া খুন দিনহাটায়। মঙ্গলবার রাত ১০টা নাগাদ কোচবিহারের দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়ি বালাডাঙায় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দু’জনকেই ছুরি মেরে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দু’জনের মধ্যে ছিল পুরনো দ্বন্দ্ব। মত্ত অবস্থায় বচসার জেরে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশের একাংশের অনুমান। ঘটনাস্থল থেকে ছুরি বা অন্য কোনও ধারালো অস্ত্র উদ্ধার হয়নি। ফলে অনেকের অনুমান, খুনের ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির যোগ থাকলেও থাকতে পারে। মৃতদের নাম ইউসুফ মিয়া (৫৮) এবং হাসানুর মিয়া (৩৫)। এবার খুনের ঘটনায় নাম জড়াল তৃণমূল নেতার। অভিযোগ, খুন করিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও জোড়া খুনের ঘটনায় অভিযোগ অস্বীকার তৃণমূল সদস্যের।