নিজস্ব সংবাদদাতাঃ জয়নগরে জোড়া খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি। ফের উঠে এসেছে বগটুই প্রসঙ্গ। জয়নগর কাণ্ডে, দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অন্য দিকে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
জানা গিয়েছে, গতকাল জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় জয়নগরে। তৃণমূল নেতা খুনের পরই গ্রাম ঘিরে হামলার ঘটনা ঘটেছে। একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘণ্টা চারেক ধরে চলে তাণ্ডব, দাবি গ্রামবাসীদের। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। গোটা ঘটনার পর কড়া প্রতিক্রিয়া বাম-বিজেপি-তৃণমূলের।