ডবল টাকা ! পুজোতে রাজ্য সরকারের বড় ধামাকা !

কিছু মাস অন্তর অন্তরেই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করে রাজ্য সরকার। প্রত্যেকবারই এই ক্যাম্পগুলোতে বিভিন্ন জনদরদী প্রকল্প গুলি নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের বদল ঘটানো হয়। ক্যাম্পগুলোতেই বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়।

author-image
Adrita
New Update
c

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মাসে রাজ্য সরকার এবার ভোট টানতে নিয়ে এল এক বড় ধামাকা প্যাকেজ। সামনেই বিধানসভার ভোট রয়েছে। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সরকার (Chief Minister Mamata Banerjee) চায় নিজের দলের ভোট ব্যাঙ্ক বাড়াতে। আর তাই জন সাধারণের জন্য মূল অস্ত্র হিসেবে দাঁড় করানো হয়েছে মা বোনেদের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পকে (Lakkhir Bhander) 

hiring.jpg

এতদিন এই প্রকল্পে বাংলার মা বোনেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেতেন ১০০০ টাকা। তবে এবার থেকে তারা পাবেন এর দ্বিগুন অর্থাৎ ২০০০ টাকা। সেই সঙ্গে, একটি কিস্তিতে যারা টাকা পাচ্ছিলেন এই ভাতায়, তারা এবার পুজোর মাসে দুটি কিস্তিতে টাকা পাবেন। 

hiring 2.jpeg