নিজস্ব সংবাদদাতা: ডুয়ার্সে বেড়ানো এখন আরও নিরাপদ। পূজোয় ঘুরতে আসা পর্যটকদের অতিরিক্ত নিরাপত্তার জন্য উদ্বোধন হয়ে গেল ‘টুরিস্ট বন্ধু বুথ’। পুজো থেকে দীপাবলি এই লম্বা ছুটিতে দূরদূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। একেই ঘন জঙ্গল তার ওপর পান্ডব বর্জিত বিভিন্ন স্থানে বেড়াতে এসে সমস্যার মুখে পড়তে হয় পর্যটকদের। বিশেষ করে মহিলা পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন তারা। তবে এবার আর নিরাপত্তায় থাকবে না কোন গলদ।
রাজ্যের চারিদিকে নারী নির্যাতনের মতন ঘটনা উঠে আসছে মুড়ি মুরকির মতন। এই সময় এবার নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা ডুয়ার্সে। পূজোয় ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য ডুয়ার্সের মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে টুরিস্ট বন্ধু বুথের সূচনা করা হল। এদিন মূর্তি টিকিট কাউন্টারের সামনে থাকা ঐ বুথের সূচনা করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশগণ পথ।
/anm-bengali/media/media_files/11OaCVwbHWK9ITEgIFV5.png)
তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ। এ ছাড়া ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। পূজোয় ঘুরতে আসা পর্যটকদের সেফ জোনে রাখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই বুথে সব সময় থাকবেন পুলিশ টুরিস্ট বন্ধুরা। পর্যটকরা যেকোনো সমস্যায় পড়লে তাদেরকে সাহায্য করা হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটকরা প্রত্যেকে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)