দুই নৌকাতে পা দিয়ে চললে হবে না, হুঁশিয়ারি পুরপ্রধানের

হুঁশিয়ারি দিলেন পুরপ্রধান।

author-image
Adrita
New Update
গত

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ এবার ফের একবার থ্রেট কালচারের ঘটনা সামনে এল। সূত্র মারফত জানা গিয়েছে যে, এবার লোকশিল্পীদের থ্রেট দিলেন শাসক দলের পুর প্রধান। তার কথায়, '' যার নুন খাবে, তার গুণ গাইতে হবে। '' 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে সরকারি অনুষ্ঠানে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি মঞ্চে বক্তব্য রাখতে এসে বলেন, '' লোকশিল্পী আগেও ছিল। কিন্তু, লোকশিল্পীদের এই স্বীকৃতি ছিল না। সরকারি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে সরকারি অনুষ্ঠান করার সুযোগ ছিল না। আগেও অনেকে টুসু গান, ঝুমুর গান করেছেন, তারা তো কেউ লোকপ্রসার প্রকল্পের সুবিধা পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার লোকশিল্পীদের সম্মান জানানোর জন্য লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। যে সরকার মাসিক এক হাজার টাকা করে সাম্মানিক ভাতা দিচ্ছে, তার গুণগান অনেকেই গাইছেন না। এ বিষয়ে প্রশ্ন করা কি অন্যায় ? তুমি যার নুন খাবে তার গুণ তো গাইতেই হবে। এটা হচ্ছে না। কিছু শিল্পী এটা করছেন না। ''  

এই বিষয়ে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সদস্য সুদীপ মুখোপাধ্যায় বলেন, '' রাজ্য সরকার আর তৃণমূল দলটা যে সমার্থক নয়, তা ওই দলের নেতারা ভুলে যাচ্ছেন। লোকশিল্পীদের যে ভাতা রাজ্য সরকার দিচ্ছে, তা আম আদমির ট্যাক্সের টাকা। ''

উল্লেখ্য, পুরুলিয়ার পুর প্রধানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলার লোকশিল্পীরা জানিয়েছেন যে, ' শিল্পীর কোনও রাজনৈতিক রঙ হয় না। ''