নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে যে, ৮৫ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/jWWzEoje7o2u6Kk0pdVI.jpg)
এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্ট জানতে চেয়েছে যে, এত টাকার উৎস কি? এ ক্ষেত্রে উল্লেখ্য যে, সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। এবার আবার নতুন করে এই মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/499b9fe9aaafcc67ffa7a8a4291da7819cc49721bfba214bc3dbafe6ac82147d.gif)
এ ছাড়াও জানা গিয়েছে যে, টাকার উৎস জানতে চেয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/12/Large-Image-Durga-Puja-Winter.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)