ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! ফের চিকিৎসকদের মারধর মালদা মানিকচক হাসপাতালে

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল মালদার মানিকচক হাসপাতাল। ঘটনা নিয়ন্ত্রণ করতে হাসপাতালে হাজির হয় পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল মালদার মানিকচক হাসপাতাল। ঘটনা নিয়ন্ত্রণ করতে হাসপাতালে হাজির হয় পুলিশ। পুলিশের সঙ্গে রোগীর পরিবারের ধস্তাধ্বস্তি হয় বলে অভিযোগ। পুলিশকে ঘিরে রোগীর পরিবার বিক্ষোভ দেখায়। 

নিকচকের বড় বাগান এলাকার বাসিন্দা ৩৫ বছরের যুবক শফিকুল ইসলামকে বুধবার ভর্তি করা হয়। জ্বর নিয়ে যুবককে ভর্তি করা হয়েছিল মানিকচক গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়।  এরপরই ভুল চিকিৎসার অভিযোগ জানিয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর চড়াও হন রোগীর আত্মীয় পরিজনরা।  তাঁরা অভিযোগ করেন, যুবককে চিকিৎসকরা ঠিক করে দেখেননি। তাঁর বারবার রোগীর অবস্থার অবনতির কথা বললেও কোনও গুরুত্ব দেননি। ফলে কিছুক্ষণের মধ্যেই শফিকুলের মৃত্যু হয়।

মৃত্যুর খবরেই হাসপাতালে রোগীর পরিবার উত্তেজিত হয়ে পড়েন।  খবর পেয়ে পরিবারের আরও লোকজন এসে জড়ো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। তারপর সবাই মিলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ।  তাঁরা অভিযোগ করেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে।