জানেন কি শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি ? আসুন জেনে নিই

অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে আছে পুরাণ।

author-image
Adrita
New Update
গফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শুভ অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে যে কোন কাজ যদি আপনি করে থাকেন, তবে মনে করা হয় যে সেই কাজ অবশ্যই সফল হবে। পুরাণ অনুসারে বলা হয় যে, ' অক্ষয় ' অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। প্রকৃতপক্ষে বলতে হয়, যার কোনো শেষ নেই। শাস্ত্রমতে মনে করা হয় যে, অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেয়। ২০২৪ সালের অক্ষয় তৃতীয়া পড়েছে ১০ ই মে, শুক্রবার। 

Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ছে চাপ! অস্তগামী  শুক্র-বৃহস্পতি, কপাল পুড়ছে জাতক-জাতিকাদের! Akshaya Tritiya Jupiter and  Venus will set there will be no marriages do ...

অক্ষয় তৃতীয়ার দিনটিকে শুভ বলে মনে করা হয়। কেননা, পুরাণ অনুযায়ী জানা যায় যে, এই অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া অন্য একটি মত রয়েছে যে, এই অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণুর অবতার কৃষ্ণ এবং তার সখা সুদামার বন্ধুত্বের এক অপার মাধুর্য লক্ষ্য করা গিয়েছিল। স্পষ্ট ভাষায় বলতে গেলে, এই অক্ষয় তৃতীয়ার দিনই কৃষ্ণের সখা সুদামার জীবনের সকল দুঃখ- দুর্দশার অবসান ঘটিয়েছিলেন কৃষ্ণ। 

অক্ষয় তৃতীয়ার দিনটিকে নিয়ে তাই বহু বছর ধরে এমনই বেশ কিছু কিংবদন্তি কাহিনী প্রচলিত রয়েছে। এদিন এমনটাও মনে করা হয় যে, যদি ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো করেন, তবে তাদের ব্যবসার হাল ফিরবে। গৃহে ধন-সম্পত্তির কখনো অভাব হবে না।

Akshaya Tritiya 2024 Tithi- Puja: কেন শুভ অক্ষয় তৃতীয়া? জানুন পুজোর  মাহাত্ম্য- দিনক্ষণ- তিথি - Akshaya Tritiya 2024 Puja date time Tithi subho  muhurat why akshaya tritiya puja is auspicious lakshmi ganesh

Add 1