কী অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের? উত্তরের খোঁজে অভিযান জেলা শাসকের

জেলা শাসক জানিয়েছেন যে আগামীদিনে এভাবেই সারপ্রাইজ ভিজিট করবেন। কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং সহ অন্যান্য আধিকারিকরাও সেই সময় উপস্থিত ছিলেন সেখানে।

author-image
Pallabi Sanyal
New Update
mid day meal

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা  : জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে স্কুলের মিড-ডে মিলের খাবারের মান নিয়ে উঠেছে নানান অভিযোগ। এমনকি কারচুপির ঘটনাও প্রকাশ্যে এসেছে। এবার নিজের জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কী অবস্থা, সেই উত্তর জানতে নিজেই অভিযান চালালেন জেলা শাসক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আচমকাই গিয়ে হাজির হন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তার সঙ্গে ছিলেন জেলার পুলিশ সুপারও রাহুল দে। জেলা শাসক জানিয়েছেন যে আগামীদিনে এভাবেই সারপ্রাইজ ভিজিট করবেন। বুধবার কুমারগঞ্জ ব্লকের শিয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন  একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যবেক্ষণ করেন জেলা শাসক। কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং সহ অন্যান্য আধিকারিকরাও সেই সময় উপস্থিত ছিলেন সেখানে।  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের সঙ্গে যেমন কথা বলা হয়, তেমনই কথা বলা হয় অভিভাবকদের সঙ্গেও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী ধরণের খাবার দেওয়া হচ্ছে, তার গুণমান কেমন সেবিষয়েও খোঁজ খবর নেওয়া হয়।