দফায় দফায় অশান্তি,  কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিশ

চলছে পঞ্চায়েত ভোটের গণনা। সেই গণনা এখনও শেষ হয়নি। তার মধ্যে অশান্তিও চলছে। অশোকনগরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

author-image
Ritika Das
New Update
ballot counting.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: এখনও শেষ হয়নি পঞ্চায়েত ভোটের গণনা। তার মধ্যেই চলছে দফায় দফায় অশান্তি। এমন দৃশ্যই দেখা গেল অশোকনগরে। রাতের অন্ধকারেও সেখানে চলছে লাঠিচার্জ, মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

১১ জুলাই ছিল পঞ্চায়েত ভোটের গণনা। সেই গণনা ঘিরে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে উঠেছে অশোকনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটালো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে। গণনা চলাকালীন অশোকনগরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করে পুলিশ।