আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে জেলা সভাপতি

ভোট মানেই যেন অশান্তি! দিকে দিকে ঘরছাড়া প্রার্থীরা। আতঙ্কের পরিবেশ জেলায় জেলায়। কবে ফিরবে শান্তি, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১১১

নিজস্ব প্রতিনিধি, সবং :  পশ্চিম মেদিনীপুর জেলার ৬ নং চাউলকুড়ি অঞ্চলে তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণে বেশ কিছু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের দিন সবং ব্লকের ১০৪ নং আন্দুলিয়া বুথেও বিজেপির ওপর হামলা চালায় তৃণমূল, এমনই অভিযোগ এনেছিল বিজেপি। তবে তৃণমূলের তরফ থেকে অভিযোগ  অস্বীকার করা হয়েছে। ওই বুথে পুনর্নির্বাচন হয়।তারপর ভোটের ফলাফলের পর  কার্যকর্তাদের বাড়িতে গিয়ে দেখা করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক  জেলার সভাপতি তন্ময় দাস।সঙ্গে ছিলেন বিজেপি নেতা অজিত দত্ত গুপ্ত সহ অন্যান্যরা। পরিবারের পাশে সার্বিকভাবে বিজেপি নেতৃত্বরা থাকবেন বলে কর্মীদের কথা দেন তিনি। পাশাপাশি এদিন তন্ময় দাস সবং থানায় গিয়ে পুলিশের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন।