নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সবংয়ে মাদুর হাব পরিদর্শনে এলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াসহ জেলার আধিকারিকরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রুইনান এলাকায় মাদুর হাব পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের এডিএম, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স,শান্তি টুডু, নির্মল ঘোষসহ অনান্যরা।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ইতিমধ্যে মাদুর তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে। মাদুর হাবে ঢোকার জন্য একটি রাস্তার প্রয়োজন। সেই নিয়েও এদিন বৈঠকে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গতকাল বিকেলে এই মাদুর হাবটির পরিদর্শন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়াসহ সমস্ত আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া বলেন, '' আমাদের জেলার প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়ার আবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাদুর হাব তৈরি করে দিয়েছিলেন। ইতিমধ্যে সেই হাবে শুরু হয়ে গিয়েছে কাজ। মহিলারা এখানে কাজ করতে শুরু করেছেন। এখানে একটি রাস্তার প্রয়োজন রয়েছে, তা নিয়েও আজ আলোচনা করা হয়েছে। ''