বাল্য বিবাহকে বুড়ো আঙুল! জেলা শাসকের নজরে ৩

বাড়ি থেকে পালিয়ে নিজেদের নাবালিকা বিবাহ রুখেছিল বেশ কয়েকজন কৃতী সাহসী ছাত্রী। এই তিন ছাত্রীর স্বপ্ন, তারা IPS অফিসার হয়ে সমাজের জন্য কাজ করবে।

author-image
Pallabi Sanyal
New Update
dm biye

জেলা শাসকের দফতরে তিন কৃতী ছাত্রী


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : রাজ্যে বাড়ছে বাল্যবিবাহ, দেশে এগিয়ে পশ্চিমবঙ্গ। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, অর্থনৈতিক সমস্যার জেরে নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দেয় পরিবারের সদস্যরা। আর এই বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হয়, তাতে অনেকটাই সফল হয়েছে সরকার। বাড়ি থেকে পালিয়ে নিজেদের নাবালিকা বিবাহ রুখেছিল বেশ কয়েকজন কৃতী সাহসী  ছাত্রী। পরিবার পরিজনের চোখ রাঙানিকে উপেক্ষা করে, আজও লেখাপড়া চালিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার তিন কৃতি ছাত্রী চন্দ্রকোনার ভগবন্তপুর হাইস্কুলের শ্রাবন্তী পাত্র, চন্দ্রকোনার মহেশপুর জুনিয়ার হাইস্কুলের বিলকিস খাতুন ও শালবনীর মৌপাল দেশপ্রান বিদ্যাপীঠ এর বাসন্তী টুডু। শুধু তাই নয়, এই তিন ছাত্রীর স্বপ্ন, তারা IPS অফিসার হয়ে সমাজের জন্য কাজ করবে।বুধবার জেলা শাসকের দফতরে একটি সাংবাদিক বৈঠক করে তিন কৃতী সাহসী ছাত্রীকে বিশেষ সম্বোর্ধনা প্রদান করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী। এদিন জেলাশাসকের দফতরে তিন ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন জেলাশাসক। পাশাপাশি তাদের স্বপ্ন পূরণে আগামীদিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।