বৃক্ষরোপণ থেকে শ্রমিকদের স্বাস্থ্য ও সরকারি পরিষেবার খোঁজ নিতে জঙ্গলমহলের গ্রামে জেলা শাসক

বৃক্ষরোপণ থেকে শ্রমিকদের স্বাস্থ্য ও সরকারি পরিষেবার খোঁজ নিতে জঙ্গলমহলের গ্রামে জেলা শাসক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
xc

নিজস্ব প্রতিনিধি: কেমন চলছে বৃক্ষরোপণ? কেমন রয়েছে শ্রমিকদের স্বাস্থ্য? সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছে কিনা বা কোনও অসুবিধা রয়েছে কিনা? তার খোঁজ নিতে জঙ্গল ঘেরা গ্রামে হাজির পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরী। বুধবার সকালে এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির গোপালবাঁধ এলাকায়। দেখা গিয়েছে মাটিতে বসে জেলাশাসক কথা বলছেন বৃক্ষরোপণে কর্মরত মহিলা ও পুরুষ শ্রমিকদের সাথে। সঙ্গে ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক (সাধারণ এবং জেলা পরিষদ)। জানা গিয়েছে, এদিন বনদপ্তরের আড়াবাড়ি রেঞ্জ আধিকারিকের সঙ্গেও কথা বলেন জেলাশাসক। জানতে চান কত বৃক্ষরোপণ হয়েছে এবারে? তার রক্ষণাবেক্ষণে কি ভূমিকা পালন করা হচ্ছে?

c

তারপরই ওখান থেকে হেঁটে জঙ্গল পথ দিয়ে যান গোপালবাঁধ এলাকায়। সেখানে বনদপ্তরের জায়গায় বৃক্ষরোপণ চলছিল। শ্রমিকরা জেলা শাসককে দেখে অবাক হয়ে যান। পরে তাদের ডেকে নিজেও মাটিতে বসে সুবিধা ও অসুবিধার কথা জানতে চান। জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন, "মাঝেমধ্যেই এই ধরনের ভিজিট চলবে। শ্রমিকরা সরকারি সুবিধা পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে বিভিন্ন পরিষেবার কথা। কিভাবে পাওয়া যাবে তাও জানানো হয়েছে। খুব সুন্দর আলোচনা হয়েছে তাদের সঙ্গে"।

Adddd

 . . ..  . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . ..  ..  . .. .. . . .  .. ..  . . ..  . . . . . . . .. .  ..  . . . . ..  . . . . . .. . . .  . ..  ..  ..  . . . . . . . ..  . ..  . . . . . . ..  ..  . .. . . . . . ..