দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠকে জেলা শাসক এবং পুলিশ সুপার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা, দাঁতনঃ দুর্যোগ মোকাবিলায় দাঁতনে জরুরী বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার দাঁতন ১ ব্লক অফিসে ঘূর্ণিঝড় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন।

উল্লেখ্য, খুব শীঘ্রই বাংলা-ওডিশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবারই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে প্রশাসনের তরফে। এই বিপর্যয় মোকাবিলায় কোনও খামতি রাখতে চাইছে না পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তাই বাংলা-ওড়িশা সীমান্ত এলাকা সমস্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করেছে প্রশাসন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দানা আঘাত হানতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় জরুরী বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী , পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক সহ অন্যান্য ব্লক আধিকারিকরা। মঙ্গলবার দুপুরে দাঁতন বিডিও অফিসে সমস্ত আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি, নারায়ণগড়, মোহনপুর, দাঁতন ১ এবং ২ এর বিডিও এছাড়া পাঁচটি থানার আইসি এবং ওসি সহ সরকারি আধিকারিকগণ।

সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যেই বাংলা-উড়িষ্যা সীমান্ত দাঁতন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। 

i