দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে, দাসপুরে গোল্ড হাবের শিলান্যাস করেন। প্রশাসনিকভাবে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে, গোল্ড হাবের জায়গার চিহ্নিতকরণ করা হয়। বুধবার ফরিদপুরের সেই এলাকা পরিদর্শন করতে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক, খুরশেদ আলী আদরী, এছাড়াও উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-দাসপুরের বেশিরভাগ মানুষই সোনার কাজের উপর নির্ভরশীল। অনেকেই ভিন রাজ্যে কর্মরত রয়েছেন সোনার কাজে।সেই কথাকে গুরুত্ব দিয়ে দাসপুরে রাজ্য সরকারের উদ্যোগে ৭ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে গোল্ড হাব। এদিন জেলাশাসক বলেন যে দ্রুত গোল্ড হাবের কাজ শুরু হবে।