সিপিএমের পার্টি অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের

স্লুইশ পুলের নিকট গড়া সিপিএমের পার্টি অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের, ঘটনায় শুরু শোরগোল

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
jh

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের রাণীচক গ্রাম পঞ্চায়েতের রাণীচকে সেচ দপ্তরের জায়গায় স্লুইশ পুলের নিকট গড়ে উঠেছে সিপিএমের শাখা কার্যালয়। মাটির কার্যালয়টি ভেঙে ফেলে নতুন করে পাকা বাড়ি হয়েছে। আর এই নিয়ে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন ও কৃষকেরা। অভিযোগ পেয়ে সেই অভিযোগ ক্ষতিয়ে দেখে স্লুইশ পুলের নিকট গড়া সিপিএমের পার্টি অফিস ভাঙার নির্দেশ দেন জেলা শাসক। ইতি মধ্যে বাড়ি ভাঙার নোটিস দেওয়া হয়েছে অভিযুক্ত সিপিআইএম কর্মীদের।

যদিও এই বিষয়ে বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন "শুধু সিপিআইএম এর নয় শাসক দলেরো একাধিক জায়গাই এইরকম ভাবে গজিয়ে উঠেছে কার্যালয়। সেগুলিও প্রশাসন ভেঙে ফেলুক"। এই বিষয়ে কয়েক জন এলাকার মানুষজন জানান, অনেক বছর আগে থেকে মাটির কার্যালয় ছিল, বিভিন্ন এলাকায় সাহায্য সহযোগিতা চেয়ে একটি পাকা বাড়ি নির্মাণ হয়েছে। এই বিষয়ে মুল অভিযোগকারী বিশ্বনাথ মন্ডল অধিকারী বলেন "আমি যেহেতু পার্টির সভাপতি কৃষকরা এসে আমাকে বলে, চাষীদের স্বার্থে আমরা আপত্তি করি। এই বাড়ি নির্মাণের ফলে বন্যার সময় ক্ষতি হবে"। এই বিষয়ে আরেক অভিযোগকারী অনিল জানা বলেন "আমরা চাইছি ওই জায়গাটা উন্মুক্ত থাকুক ঐ ৮১ মৌজার বাঁধ সুরক্ষিত নয়, প্রত্যেক বছর বন্যার সময় আমাদের চিন্তায় ফেলে দেয়। প্রতিবছর বন্যার সময় বিপদজনক জায়গা বলে চিহ্নিত হয়।" এই বিষয়ে সিপিআইএম নেতা মনোরঞ্জন খাটুয়া বলেন "গত বছর বন্যাতে আমাদের পার্টি অফিসটা ভেঙে পড়ে যায়, এই মুহূর্তে আমাদের বসার একটা জায়গা চাই তাই আমরা এই কার্যালয় করছি, ভেঙে ফেলার অর্ডার আমরা এখনো পাইনি"। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অর্ডার পাস হয়েছে যেখানে বলা হয়েছে, ওই কন্ট্রাকশন দ্রুত ভেঙে ফেলার। এখন দেখার প্রশাসনের এই কথাকে মান্যতা দিয়ে  সিপিআইএম কর্মকর্তারা কি করেন ওই নির্মাণের ক্ষেত্রে?