নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর- ১ ব্লকের কলাইকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অধীন রিশা গ্রাম পরিদর্শন করলেন জেলার প্রশাসনিক কর্তারা। স্থানীয় মানুষের সাথে কথাও বললেন তারা। খতিয়ে দেখলেন জল স্বপ্ন প্রকল্পের কাজও।
এদিন উপস্থিত ছিলেনপশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার আতিরিক্ত জেলা শাসক ( ভূমি ও ভূমি অধিগ্রহণ),মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, এসডিপিও এবং বিডিও খড়গপুর সহ পিএইচই আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শন করা হয় আদিবাসী অধ্যুষিত ওই গ্রাম। জল সরবরাহের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় গ্রামবাসীরা।
আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা কন্যাশ্রী, রেশন, মিড ডে মিল সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন জেলা শাসক এবং পুলিশ সুপার।পাম্প হাউস এবং ওভার হেড রিজার্ভার নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ৩ মাসের মধ্যে চালু হবে। জেলা শাসক, PHE আধিকারিকদের জলের গুণমান নিরীক্ষণ করতে এবং ২০২৫-এর ফেব্রুয়ারির মধ্যে এটিকে সম্পূর্ণ স্যাচুরেটেড গ্রাম হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় দরিদ্র জন গোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে জেলা শাসক আবার ঐ গ্রামে পরিদর্শন করবেন বলে জানা গেছে।