বন্ধ সেতু! বৈঠকে জেলা প্রশাসন

বন্ধ হতে চলেছে গুরুত্বপূর্ণ এক সেতু। কোন পথ দিয়ে যাবে গাড়ি? সমস্যায় পড়বে মানুষ। তাই বৈঠকে মেদিনীপুর জেলা প্রশাসন। ঠিক হল বিকল্প রুট।

author-image
Pallabi Sanyal
New Update
bbb


দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : লোড টেস্টিংয়ের জন্য বৃহস্পতিবার রাত ১১ টা থেকে সোমবার রাত ১১ টা পর্যন্ত বন্ধ থাকবে কংসাবতী সেতু। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে খড়গপুর মেদিনীপুর সংযোগকারী এই সেতুর ওপর দিয়ে চলাচল করবে না কোনরকম যানবাহন। তবে অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার ক্ষেত্রে মিলবে ছাড়। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। অপর দিকে, যানবাহনগুলোকে চারদিনের জন্য ঘুরপথে মেছোগ্রাম হয়ে চালনা করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন গাড়িগুলোকে ঘুরপথে চালনা করা হবে। তবে এই চার দিনের যানচলাচল বন্ধ থাকার ফলে ব্যাপক সমস্যায় পড়বে ব্যবসায়ীরা তথা পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত কর্মীরা।