ঘাটাল জেলা পুলিশের সহযোগিতায় বন্যার্তদের ত্রাণ বিলি

বন্যা কবলিত ঘাটালবাসী।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
gf

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ঘাটাল থানার উদ্যোগে বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ। কোথাও বন্যা কবলিত এলাকার মানুষের হাতে পুলিশ কর্মীরা তুলে দিচ্ছেন নতুন বস্ত্র, ত্রিপল, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস, কোথাও বা রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সিংহপুর এলাকায় কয়েক শো মানুষের হাতে তুলে দেওয়া হলো রান্না করে খাবার, নতুন বস্ত্র, ত্রিপল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, সি আই বিশ্বজিৎ মন্ডল, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্খ চ্যাটার্জিসহ ঘাটাল থানার পুলিশ কর্মীরা।

ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, '' আগামী বেশ কয়েকদিন ধরেই চলবে কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের রান্না করা খাবার খাওয়ানোর কাজ। '' জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। 

i