নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ভারী বৃষ্টির ফলে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলা। এই আবহে আজ প্লাবিত ঘাটালে বন্যার্তদের ত্রাণ বিতরণ করলেন জেলাশাসকসহ প্রশাসনের আধিকারিকরা।
চারদিকে জল জমে থাকায় আজ ঘাটালের অজবনগর এলাকায় বন্যার জলে দেখা দিল এক বিষধর কেউটে সাপ। আজ জেলাশাসকসহ প্রশাসনের আধিকারিকরা ভুটভুটি করে ঘাটালের মনসুকা এলাকায় বন্যার্তদের শুকনো খাবার ত্রিপল, ত্রাণ কিটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রি এলাকার মানুষজনদের হাতে তুলে দেন।
এদিন এই কর্মসূূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী, পিএইচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।