কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ, কর্ম বিরতির ডাক

কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ।

author-image
Adrita
New Update
m

নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ হলদিয়ার কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েছে। জানা গিয়েছে যে শ্রমিকদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি যে , গত দু'বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোন উন্নতি হয়নি। হঠাৎ করে শ্রমিকদের অন্ধকারে রেখে, হলদিয়া উন্নয়ন পরিষদে নতুন বেতন পরিকাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয়। তাই হিন্দুস্তান ইউনিলিভার কারখানার ৩০০ শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত চুক্তি মানতে নারাজ।

কারখানার সামনে সেই কারণে শ্রমিকরা বিক্ষোভে বসেছে । শ্রমিকদের আরো দাবি যে, শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে । তা না হলে তারা কাজে যোগদান করবে না । এই শ্রমিক অসন্তোষ অবস্থায় দেখা মেলেনি কোন আইএনটিটিসি নেতৃত্বের। এমত অবস্থায় উপস্থিত হয়েছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল । তিনি  শ্রমিকদের কথা শুনে তাদেরকে আশ্বস্ত করেন। শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন এবং এক সপ্তাহ সময় চেয়ে নেন। তিনি সকলকে ডেকে নতুন বেতন সংক্রান্ত চুক্তি আবার স্বাক্ষরিত করাবেন বলে জানিয়েছেন।