ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মাঝেই এলো সুখবর, DRDO-র নতুন গবেষণায় মিললো সাফল্য
সপ্তম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির আপডেট: সুখবর আসছে!
‘সেনাদের কৃতিত্ব, বলিদানকে শ্রদ্ধা জানাই’, সেনাদের পাশে দাঁড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তান ভুলতে পারবে না...ঘোষণা করে দিলেন রাজনাথ সিং!
BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!
শুধু ড্রোন বা মিসাইল নয়, তুরস্ক নিজেদের সেনাকেও পাঠিয়েছিল পাকিস্তানে; ভারতে আক্রমণ করতে
BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট
BREAKING: আবার উত্তপ্ত উপত্যকা! আরো এক জঙ্গি শেষ
BREAKING: নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা তোলার অভিযোগ! প্রয়াত সেই তৃণমূল বিধায়ক

কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ, কর্ম বিরতির ডাক

কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ।

author-image
Adrita
New Update
m

নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ হলদিয়ার কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েছে। জানা গিয়েছে যে শ্রমিকদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি যে , গত দু'বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোন উন্নতি হয়নি। হঠাৎ করে শ্রমিকদের অন্ধকারে রেখে, হলদিয়া উন্নয়ন পরিষদে নতুন বেতন পরিকাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয়। তাই হিন্দুস্তান ইউনিলিভার কারখানার ৩০০ শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত চুক্তি মানতে নারাজ।

কারখানার সামনে সেই কারণে শ্রমিকরা বিক্ষোভে বসেছে । শ্রমিকদের আরো দাবি যে, শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে । তা না হলে তারা কাজে যোগদান করবে না । এই শ্রমিক অসন্তোষ অবস্থায় দেখা মেলেনি কোন আইএনটিটিসি নেতৃত্বের। এমত অবস্থায় উপস্থিত হয়েছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল । তিনি  শ্রমিকদের কথা শুনে তাদেরকে আশ্বস্ত করেন। শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন এবং এক সপ্তাহ সময় চেয়ে নেন। তিনি সকলকে ডেকে নতুন বেতন সংক্রান্ত চুক্তি আবার স্বাক্ষরিত করাবেন বলে জানিয়েছেন।