নিজস্ব সংবাদদাতা: প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে পাঠালো সবং থানার পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং দাঁতরা অঞ্চলের দৈউলি কৃষ্ণজীবনচক এলাকার। উল্লেখ্য গত ২৮ শে জানুয়ারি ওই এলাকার বাসিন্দা কালিপদ দাস নামে ওই ব্যক্তি এক প্রতিবন্ধী যুবতীকে একা বাড়িতে পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনা ঘটার পর যুবতী নিজের মাকে জানায়। তারপর বিষয়টি পাড়ার গ্রামের কিছু মানুষ জনকে জানায়। তাতেও লাভ হয়নি। এমনকি অভিযুক্তের স্ত্রী ওই প্রতিবন্ধী যুবতিকে মারধর করেও বলেও অভিযোগ। অবশেষে গতকাল রাতে সবং থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
/anm-bengali/media/media_files/2025/02/01/5PVg4KrIUsXcNEoT9cSZ.jpg)
অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ আজ অর্থাৎ মঙ্গলবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর তাকে পাঠানো হয় মেদিনীপুর আদালতে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ওই ব্যক্তি।