নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল শ্রীনগরের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এবার চিনার বাগের এসপি কলেজের একটি ভোটগ্রহণ কেন্দ্রের ছবি সামনে এসেছে, যা আজ তাঁরা চতুর্থ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছেন।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া, পানামা, সিঙ্গাপুর, নাইজেরিয়া, স্পেন, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, তানজানিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া এবং ফিলিপাইনের কূটনীতিকরা এই প্রতিনিধিদলে রয়েছেন।
প্রসঙ্গত, সরগরম উপত্যকায় আজ বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীরে আজ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন চলছে। মোট ৬টি জেলায় ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কারণ আজ রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হবে যেখানে বিগত ৩ বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভোট চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য়ই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম হলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির সহ সভাপতি ওমর আবদুল্লাহ। প্রাথমিকভাবে ভোটে দাঁড়াবেন না বললেও, তিনি একসঙ্গে গান্দেরওয়াল ও বাদগাম আসন থেকে লড়ছেন।