নিজস্ব সংবাদদাতা: ‘আজ ওয়ার্নিং হল, পরের দিন ছেড়ে কথা হবে না’, দিনহাটায় হাসপাতালে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমুল নেতৃত্বের। আউটডোরে দেরীতে আসছেন, ঠিক মতো দেখছেন না রোগীদের। এমনই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তারকে হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ব্লক সভাপতি ও পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্ব হাসপাতালে চড়াও তৃণমূল।
হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, “এখানে সকাল থেকে রোগীরা বাইরে বসে আছে। সকাল দশটা বেজে গেলেও আউটডোর কাউন্টার খুলছে না। ডাক্তারদের দেখা নেই। আমরা আসার পর দেখলাম একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় সেখানে শুয়ে আছে। তাঁকে ভর্তি নেওয়া হয়নি”।
তিনি আরও বলেন, “ব্লক সভাপতিকে সঙ্গে করে সেই রোগীকে এমার্জেন্সি বিভাগের এক ডাক্তার, যার নাম এমডি লোধি, তাঁর কাছে নিয়ে গেলাম। উনি চেয়ারে বসে বসে মাথা নীচু করে অ্যাডমিশন করিয়ে নিলেন। একবার রোগীকে ছুঁয়েও দেখলেন না কী হয়েছে না হয়েছে। জানতেও চাইলেন না তাঁর কাছে কিছু”।
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, উদয়ন গুহর এলাকায় তারা এরকম স্বেচ্ছাচারিতা করতে দেবে না ডাক্তারদের। তবে আজ তৃণমূল নেতাদের এই হুঙ্কার আরও একবার বুঝিয়ে দিল থ্রেট কালচার শুধু হাসপাতালের ভিতরে নয়, সমান ভাবে বাইরেও রয়েছে।